অপেক্ষা
অপেক্ষা আর অপেক্ষা;
থাকবেনা কপালে-
ঘৃণার কৃষ্ণ রেখা,
থাকবেনা প্রহসন॥
ও শুনেছে নাকি যেতে বসেছি;
সমাজের নিয়ম,
তার পরেও আপন বলে কথা’
থাকা কি যায়-
আর কাজ নিয়ে মেতে?
আসল অবশেষে-
দেখবে সচেতন,
কাজ হলো-
হয়েছে অচেতন;
বলল, এই দেখ!
আমি এসেছি?
চোখ দুটো খোলা-
চারপাশের লোকেরা নিস্তব্দ
চোখ দুটো বলল-
কে? ও তুমি;
একি তোমার নেশা-
ছুটে এসেছ,
হাতে এক গাদা ফল;
আমি তো চায়নি করুণা,
চেয়েছি ভালোবাসা॥
No comments