adsense

 আমার প্রেম

ভাদ্রের জোছনায়,
তারার মেলায়;
একি মনের উচ্ছাস!
একি?
প্রতিজ্ঞা ছিল যে তোমার,
ভাঙবেনা কোন দিন অভিসার॥

তুমি আসবে,
কাছে বসবে,
প্রেমগীতি শোনাবে আমায়;
প্রাণ উজাড় করে,
ভালোবাসব তোমায়॥

একা বসে আছি আমি
“অভিমানী”
অভিসারে এলে নাতো তুমি;
কর্মে আছ বুঝি,
নাকি গিয়াছ ঘুমি?

একি ঘ্রাণ নিশিগন্ধ্যার
পক্ষীও হচ্ছে এপারে ওপারে,
কি যেন শোনা যায় ঐ দুরে
বাদক হয়ত পাগল বাঁশির সুরে॥

শুকতারা উঠল,
 লুনী ও গেল ডুবে;
তবুও আসলেনা তুমি,
আশার প্রদীপ গেল নিভে॥

আসলে আসবে কেন তুমি ?
ভালোবাসবেই কেন আমাকে?
সত্যিই নির্বোধ আমি
ভালোবাসি,
একথা বলা হয়নি তোমাকে॥

No comments

Theme images by rami_ba. Powered by Blogger.